লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিলাম থেকে নাম প্রত্যাহার করে সাকিব নাম লিখিয়েছিলেন সরাসরি চুক্তি করতে ইচ্ছুক ক্রিকেটারদের তালিকায়।
সেখান থেকেই সাকিবের সাথে সরাসরি চুক্তি করেছে গল গ্ল্যাডিয়েটর্স।
তবে সাকিব সতীর্থ লিটন ও আফিফের এলপিএলে দল পাওয়ার বিষয়টি ঝুলে আছে নিলামে। ১১ জুন কলম্বোতে হবে এলপিএলের নিলাম। খেলা শুরু হবে ৩১ জুলাই থেকে।