সম্প্রীতি রক্ষায় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দলকে নির্বাচিত করতে হবে : আমু

0

আওয়ামী লীগের উপদেষ্টা শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ হল ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়ে আসছে যুগ যুগ ধরে। সব ধর্মের লোক মিলেমিশেই এখানে বসবাস করছে। এই সম্প্রীতি ধরে রাখতে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দলকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। অন্যথায় সাম্প্রদায়িকতার বিষবাষ্প আমাদের শান্তি বিনষ্ট করবে।

তিনি আরও বলেন, দাঙ্গা করে বা সাম্প্রদায়িকতার বিজ বপন করে মূল স্রোতধারাকে কোনদিন বিভ্রান্ত করা যায়নি। সব সময় হিন্দু-মুসলিম ধর্মকে কেন্দ্র করেই সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। এই দেশের কায়েমী সার্থবাদী মহল তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য হিন্দু-মুসলাম, বাঙালি-বিহারীদের মাঝে বিভিন্ন সময় দাঙ্গা লাগিয়ে রাখে।

মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে ঝালকাঠিতে বিভিন্ন ধর্মীয় নেতা ও সামাজিক ব্যক্তিদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকারসহ আরো অনেকে।

কর্মশালায় শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সাংবাদিক, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ইসলামিক ফাউন্ডেশন এ কর্মশালর আয়োজন করে।

এরপর সার্কিট হাউস হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে স্মর্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির হোসেন আমু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here