বৃষ্টিতে ভেসে গেল নেলসনের লড়াই

0
বৃষ্টিতে ভেসে গেল নেলসনের লড়াই

সিরিজের চতুর্থ ম্যাচেও রোমাঞ্চের আশা ছিল, কিন্তু বৃষ্টি ভেস্তে দিল সব পরিকল্পনা। নেলসনে সোমবার নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে নিশ্চিত হয়ে গেল, এই সিরিজে আর হারছে না কিউইরা। শেষ ম্যাচে এখন ওয়েস্ট ইন্ডিজের সামনে চ্যালেঞ্জ সিরিজ সমতায় ফেরানোর।

আগের দিন নাটকীয় জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। তাই নেলসনের ম্যাচটি ছিল তাদের সিরিজ জয়ের সুযোগ। কিন্তু প্রকৃতির খেয়ালে সেটি অসম্পূর্ণই থেকে গেল।

বৃষ্টির শঙ্কা থাকলেও সময়মতোই শুরু হয় ম্যাচ। খেলা গড়ায় ৫ ওভার পর্যন্ত। এরপর নামতে থাকে বৃষ্টি। কিছুক্ষণ পর খেলা ফের শুরু হলেও মাত্র ৯ বল পর আবারও নেমে আসে বৃষ্টি, আর সেখানেই থেমে যায় সব উত্তেজনা। পরে আর মাঠে গড়ায়নি বল।

ম্যাচ থামার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৬.৩ ওভারে ১ উইকেটে ৩৮ রান।
দুটি ছক্কায় ১৮ বলে ২১ রান করে আউট হন আলিক আথানেজ, জিমি নিশামের বলে ক্যাচ দেন তিনি। অপর ওপেনার আমির জাঙ্গু ১৮ বলে ১২ ও অধিনায়ক শেই হোপ ৩ বলে ৩ রানে অপরাজিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here