বন্ধ ব্রিজের কাজ দ্রুত শেষের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

0
বন্ধ ব্রিজের কাজ দ্রুত শেষের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতালসংলগ্ন ধোপার নদীর ওপর বন্ধ হয়ে থাকা ব্রিজের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন, র‍্যালি ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

সোমবার সকাল ১১টায় ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্রিজসংলগ্ন সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।

বক্তারা জানান, ধোপার নদীর ওপর ব্রিজটির নির্মাণকাজ ২০২১–২২ অর্থবছরে শুরু হয় এবং ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনো কাজের মাত্র ২০ শতাংশ সম্পন্ন হয়েছে। ঠিকাদার কাজ ফেলে নিখোঁজ হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে নির্মাণ বন্ধ রয়েছে। ফলে আমুয়া হাসপাতাল, বন্দর ও আশপাশের অন্তত তিনটি বাজার এবং নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো মানুষ প্রতিদিন বিকল্প কাঠের ভাঙাচোরা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এতে নারী, শিশু ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ব্রিজের কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক, জামায়াতে ইসলামী কাঁঠালিয়া উপজেলার আমির মাস্টার মো. মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার।

বক্তারা বলেন, অবিলম্বে বন্ধ ব্রিজের নির্মাণকাজ পুনরায় শুরু না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here