চোটে দল থেকে ছিটকে গেলেন ফরাসি স্ট্রাইকার

0
চোটে দল থেকে ছিটকে গেলেন ফরাসি স্ট্রাইকার

চোয়ালের চোটের কারণে টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড কোলো মুয়ানি ফ্রান্স ফুটবল দলে থাকছেন না। ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার বিশ্বকাপ বাছাইয়ের আগামী দুই ম্যাচে খেলতে পারবেন না।

ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। মুয়ানির জায়গায় দলে ডাক পেয়েছেন লঁসের উইঙ্গার ফ্লোহিয়াঁ তুভা।

গত শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে মুয়ানি চোয়ালে চোট পান। ম্যাচের বিরতিতে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। টটেনহ্যাম কোচ টমাস ফ্র্যাঙ্ক চোটকে শুরুতে বড় কিছু নয় বলে উল্লেখ করলেও, পরে স্ক্যান রিপোর্টে দেখা যায় মুয়ানির চোয়াল ভেঙে গেছে।

ফ্রান্সের হয়ে মুয়ানি খেলা ৩১ ম্যাচে ৯ গোল। তিনি জুনের পর প্রথমবারের মতো দলে ডাক পেয়েছিলেন।

ফ্রান্স দল আগামী বৃহস্পতিবার পিএসজির মাঠে ইউক্রেইনের বিপক্ষে খেলবে এবং তিন দিন পর আজারবাইজান সফরে যাবে। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। জয়লাভ করলে তারা ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here