গ্র্যামির মনোনয়ন থেকে বাদ টেইলর সুইফট

0
গ্র্যামির মনোনয়ন থেকে বাদ টেইলর সুইফট

যার গান শোনার জন্য দর্শকের চাপে শহরের নিরাপত্তা বলয় প্রায় ভেঙে পড়ে, যাকে এক ঝলক দেখার জন্য কনসার্টের মাঠে জায়গা না পেয়ে ভক্ত অনুরাগীরা পাহাড় বেয়ে ওঠে, সেই টেইলর সুইফট এবার গ্র্যামির মনোনয়ন থেকে বাদ পড়ে স্তম্ভিত করে দিয়েছেন অনেককে।

বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাকর গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসরের মনোনয়নের তালিকায় নাম নেই ‘দ্য ইরাস ট্যুর’ দিয়ে নিজেকে ঐতিহাসিক করে তোলা যুক্তরাষ্ট্রের এই গায়িকার। পেইজ সিক্স লিখেছে, ১৪ বারের গ্র্যামি জয়ী সুইফটের ক্যারিয়ারে এমনটি ঘটল ২০০৬ সালের পর। গেল বছর সুইফটের ‘টিটিপিডি’ অ্যালবামটি পুরস্কারের জন্য ছয় শাখায় মনোনয়ন পেয়েছিল। তবে পুরস্কার ছাড়াই সেবার বাড়ি ফিরতে হয়েছিল গায়িকাকে।

তারও আগেরবার ‘মিডনাইটস’ অ্যাালবামের জন্য বছরের সেরা অ্যালবাম এবং সেরা পপ ভোকাল অ্যালবামের দুটি পুরস্কার জেতেন সুইফট। এবারের দুর্ঘটনার মূল কারণ হল সুইফটের দ্বাদশ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মুক্তির সময়কাল।

এই অ্যালবাম প্রকাশ হয়েছে গত অক্টোবরে। ততদিনে এবারের ৬৮তম আসরের মনোনয়নের সময়সীমা পেরিয়ে গেছে। ২০২৪ সালের ৩১ অগাস্ট থেকে চলতি বছরের ৩০ অগাস্টের মধ্যে প্রকাশিত গান কিংবা অ্যালবামগুলো ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে।

তবে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ ২০২৭ সালের গ্র্যামিতে মনোনীত হবে বলে স্বাভাবিকভাবেই ধারণা করা যায়। এর মধ্য দিয়ে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে অষ্টমবারের মতো মনোনয়ন পেতে পারেন সুইফট।

আগামী বছরের ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনাতে অনুষ্ঠিত হবে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানের সঞ্চালকের নাম এখনো ঘোষণা করা হয়নি।
অনুষ্ঠানে সুইফট থাকবেন কী না তাও নিশ্চিত নয়। কেউ কেউ বলছেন, এমনও হতে পারে অনুষ্ঠান সঞ্চালনার ভার সুইফট নিলেও নিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here