খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেওয়া হয়নি : রবি চৌধুরী

0
খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেওয়া হয়নি : রবি চৌধুরী

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক কারণে তিনি সরকারি প্লট থেকে বঞ্চিত হয়েছেন। রবিবার রাজধানীর গুলশানের এক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “২০০৩ সালে বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক সফরে আমি মিয়ানমার গিয়েছিলাম। সেই সফরে অংশ নেওয়ার কারণে পরবর্তীতে আমাকে প্লট দেওয়া হয়নি। ২০০৮ সালে আবেদন করলেও সেটি বাতিল করে দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “আমার মতো অনেক শিল্পী রয়েছেন, যারা রাজনৈতিক কারণে গত ১৭ বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। অনেক অযোগ্য মানুষ পুরস্কার পেয়েছেন, যারা কোনোভাবেই প্রাপ্য নয়। রাজনৈতিক লবিংয়ের মাধ্যমে তারা অ্যাওয়ার্ড পেয়েছেন। তবে যোগ্যরাও পুরস্কৃত হয়েছেন। যেমন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার—তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবুও তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় আসন্ন ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ উপলক্ষে। ২০০২ সাল থেকে প্রতিবছর যুক্তরাষ্ট্রে আয়োজিত এই অনুষ্ঠানটি বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে উদযাপন করে আসছে। আয়োজনটি করে থাকে শো টাইম মিউজিক অ্যান্ড প্লে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here