মহাকাশে আড়ি পাতছে রাশিয়া?

0
মহাকাশে আড়ি পাতছে রাশিয়া?

সম্প্রতি জার্মানি ও ব্রিটেন অভিযোগ করেছে, মহাকাশে তাদের উপগ্রহগুলোকে অনুসরণ করছে রাশিয়া। গত কয়েক সপ্তাহে একাধিক বার জ্যামিং কিংবা কক্ষপথে চলে আসার মতো ঘটনা থেকেই এমনটা অনুমান করা হচ্ছে।

পশ্চিমাদের অভিযোগ, মহাকাশে তাদের কৃত্রিম উপগ্রহগুলোর ওপর নিয়মিত নজরদারি করা হচ্ছে। এর জেরে একদিকে যেমন দেশের সংবেদনশীল তথ্য বিদেশিদের হাতে চলে যাচ্ছে, তেমনই প্রভাব পড়ছে অসামরিক বিমানচলাচলেও।

গত সেপ্টেম্বরে মহাকাশ শিল্প কর্তাদের নিয়ে অনুষ্ঠিত বার্লিন সম্মেলনে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছিলেন, ‘মহাকাশে রাশিয়ার কর্মকাণ্ড আমাদের সকলের জন্যই একটি হুমকি, এমন একটি হুমকি যা আর কোনও ভাবেই উপেক্ষা করলে চলবে না।’

পশ্চিমা দেশগুলির আশঙ্কা, রাশিয়া তাদের যোগাযোগ স্যাটেলাইটগুলিকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে, এতে উপগ্রহচিত্র কিংবা টেলিকম এবং ব্রডব্যান্ড স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার মতো বিষয়গুলি প্রভাবিত হতে পারে। 

বিশ্বব্যাপী থিঙ্কট্যাঙ্ক আরএএনডি-র তথ্য অনুযায়ী, সামরিক নেভিগেশন এবং পজিশনিং সিস্টেম ব্যাহত হওয়ার পাশাপাশি বিমান চলাচলেও প্রভাব পড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here