শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

0
শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। রবিবার বিকেলে উপজেলার একাত্তর চত্বর থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর নেতৃত্বে র‍্যালিটি বের হয়। 

র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।

এর আগে বিকেল ৪টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে একাত্তর চত্তরে জড়ো হন। ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর নেতৃত্বে র‍্যালিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিবসই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের দিন।  

সংক্ষিপ্ত বক্তব্যে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হবো।’

তিনি আরও বলেন, ‘দলের দুঃসময়ে আমি জনগণের পাশে ছিলাম, জুলুম-অত্যাচার সহ্য করেও দলের সঙ্গে ছিলাম। দলের সঙ্গে কখনো বেইমানি করিনি, করবো না। জনগণ আমাকে ভালোবাসে, আমি জনগণের সাথেই আছি, থাকব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here