হংকং সিক্সেসে চ্যাম্পিয়ন পাকিস্তান

0
হংকং সিক্সেসে চ্যাম্পিয়ন পাকিস্তান

হংকং সিক্সেস ২০২৫-এর ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে কুয়েতকে ৪৪ রানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। ব্যাটিং-বোলিং দুই বিভাগে পরিপূর্ণ খেলায় প্রতিপক্ষকে ছাড়িয়ে গেছে ‘ম্যান ইন গ্রীনরা’।

মং ককের মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান আগ্রাসী শুরু করে। ওপেনার আব্দুল সামাদ ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে দলের রানের চাকা ঘুরিয়ে দেন। কুয়েত বোলার ইয়াসিন প্যাটেল প্রথম ওভারেই তিনটি ওয়াইড দেন, ফলে ওভার শেষে স্কোর দাঁড়ায় ২৬।

এরপর খাজা নাফেও চমৎকার ব্যাটিং শুরু করলেও মাত্র ৬ বলে ২২ রান করে আউট হন মিট ভাভসারের হাতে। অধিনায়ক আব্বাস আফ্রিদি ঝড়ো ব্যাটিং করে দলের স্কোর আরও বাড়ান। সামাদ ১৩ বলে ৪২ রান করেন, আফ্রিদি ১১ বলে ৫২ রানের ঝলক দেখান। পাকিস্তান শেষ পর্যন্ত ১৩৫ রানে ইনিংস শেষ করে।

জবাবে ১৩৬ রানের টার্গেটে কুয়েত শুরুতেই ঝুঁকি নিয়ে ব্যাটিং করতে থাকে। আদনান ইদরিস মাত্র ৮ বলে ৩০ রান তোলেন, তবে মোহাম্মদ শেহজাদ তাকে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে দেন। এরপর মাআজ সাদাকাত দুর্দান্ত বোলিংয়ে পরপর তিন উইকেট নেন। ভাভসার একাই চেষ্টা চালালেও কুয়েতের চাকা ঘোরাতে পারেননি।

শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৪ রান। আব্দুল সামাদ নিয়মিত উইকেট নেয়া চালিয়ে কুয়েতকে ৯২ রানে অলআউট করেন এবং পাকিস্তানের ৪৪ রানের বড় জয় নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here