নেপাল–ভারত ম্যাচ খেলতে কাল দুপুরে আসছেন হামজা

0
নেপাল–ভারত ম্যাচ খেলতে কাল দুপুরে আসছেন হামজা

আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচগুলো সামনে রেখে ইংলিশ ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী আগামীকাল (সোমবার) দুপুরে ঢাকায় পৌঁছাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান।

আজ অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, ‘হামজা সোমবার দুপুর ১২টার দিকে ঢাকায় নামবে। আর শমিত সোম আসবে ১১ নভেম্বর রাত ১২টার দিকে।’

বর্তমানে জাতীয় স্টেডিয়ামে চলছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, তাই ফুটবল দল অনুশীলন করছে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

বাংলাদেশ দল এখন পর্যন্ত এশিয়ান কাপ বাছাইপর্বে চার ম্যাচে দুই ড্র ও দুই পরাজয়ে জয়হীন। গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১–১ গোলের ড্রয়ের পরই মূলত শেষ হয়ে গেছে তাদের বাছাইয়ের আশা। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচটি হবে দলের পঞ্চম বাছাই ম্যাচ।

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় হামজার। এরপর থেকে তিনি লাল–সবুজ জার্সিতে পাঁচ ম্যাচ খেলেছেন, করেছেন দুটি গোল এবং করিয়েছেন একটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here