ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

0
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তার পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এবার ফোর্বস পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেনাদের বিপণিতে (মিলিটারি স্টোর) ট্রাম্প ব্র্যান্ডের ওয়াইন বিক্রি হচ্ছে। সেই মুনাফা তুলছে ট্রাম্পের পরিবার। সমাজকর্মীদের অভিযোগ, এভাবে বেতন ছাড়াও বাড়তি আর্থিক সুবিধা পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশাসন অবশ্য বলছে, এর ফলে নিয়মভঙ্গ হচ্ছে না।

প্রতিবেদনে অনুসারে, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, সেন্টারভিলে সেনাদের জিনিসপত্র কেনার জন্য যে শুল্কহীন বিপণি রয়েছে, সেখানেই বিক্রি হচ্ছে ট্রাম্পের ব্র্যান্ডের ওয়াইন এবং সাইডার। এগুলো যে বিক্রি হচ্ছে, তা মেনে নিয়েছে প্রশাসন। তবে তারা জানিয়েছে, এতে কোনও নিয়মভঙ্গ হচ্ছে না। এতে প্রেসিডেন্টের কোনও ভূমিকাও নেই।

যদিও পর্যবেক্ষক সংস্থাগুলো তা মানছে না। তারা বলছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে প্রায় নিংড়ে নেওয়া হচ্ছে। সরাসরি আইনভঙ্গ না হলেও আর্থিক সুবিধা নেওয়া হচ্ছে। 

সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিকস ইন ওয়াশিংটন (ক্রিউ) মুখপাত্র জর্ডন লিবোউইৎজ বলেন, ‘‘এখানে আইনি বিষয় না থাকলেও নীতির বিষয় জড়িত।”

তিনি আরও জানান, সরকার যদি ট্রাম্পের সংস্থার পণ্য পাইকারি হারে কেনে, তা হলে তা আদতে সংবিধানেরই বিরোধিতা করছে। বেতন ছাড়াও প্রেসিডেন্টকে আরও আর্থিক সুবিধা পাইয়ে দিচ্ছে। সূত্র: ফোর্বস, দ্য ইকোনমিক টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here