‘তোরা আমাকে পুলিশে দিলি, আমি তো দেখবো’ -বললেন আটক নারী ছিনতাইকারী

0
‘তোরা আমাকে পুলিশে দিলি, আমি তো দেখবো’ -বললেন আটক নারী ছিনতাইকারী

টঙ্গীতে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার সময় জাকিয়া নামের এক নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয় জনতা। এসময় ওই নারী বলেন, ‘তোরা আমাকে পুলিশে দিলি, কিভাবে আমার কাছ থেকে চেইন নেবে? আমি তো দেখবো।’

রবিবার দুপুরে টঙ্গী স্টেশন রোড এলাকার আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাবিনা জানান, তার শিশুসন্তানের হাতের ব্যথার কারণে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। চিকিৎসাপত্র নিয়ে চিকিৎসকের কক্ষে থেকে বের হওয়ার সময় ওই নারী ছিনতাইকারী তার গলার চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় সাবিনা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করেন।

অন্যদিকে, ঘটনার আগে হাসপাতলে আসা খাদিজা নামের এক রোগীর গলার চেইনও ওই নারী ছিনিয়ে নিয়েছিলেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।

টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, এটি ছিনতাই নয়, চুরি। নারী চোর আটক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here