শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তজমল মিয়া (৫০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে ঝিনাইগাতী-শেরপুর সড়কের খৈলকুড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত তজমল নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকার মৃত ওয়াজেদ আলির ছেলে। তিনি নন্নী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক (ইউপি) সদস্য ছিলেন।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মা. মনিরুল আলম ভুঁইয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।