মা হারালেন অভিনেতা জায়েদ খান

0
মা হারালেন অভিনেতা জায়েদ খান

অভিনেতা জায়েদ খানের মা, প্রবীণ অভিনেত্রী জেরিন খান আর নেই।  শুক্রবার সকালে মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন জেরিন। পরিবারের উপস্থিতিতেই শান্তিপূর্ণভাবে পরপারে পাড়ি জমান তিনি। পরিবার জানিয়েছে, এই কঠিন সময়ে যেন তাদের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করা হয়।

জেরিন খান ছিলেন কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা সঞ্জয় খানের স্ত্রী।  তাদের চার সন্তানের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ অভিনেতা জায়েদ খান ও সুজান খান, যিনি অভিনেতা হৃত্বিক রোশনের সাবেক স্ত্রী।  অন্য দুই কন্যা ফারাহ খান আলি ও সিমোন আরোরাও পরিচিত সমাজসেবী ও উদ্যোক্তা হিসেবে।

সংক্ষিপ্ত অভিনয়জীবনে জেরিন খান বলিউডে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন।  তিনি দেব আনন্দ অভিনীত ক্লাসিক চলচ্চিত্র ‘তেরে ঘর কে সামনে’ (১৯৬৩)-এ ‘জেনি ফার্নান্দেজ’ চরিত্রে অভিনয় করেছিলেন।  এ ছাড়া তাকে দেখা গিয়েছিল ‘এক ফুল দো মালি’ ছবিতেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here