বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে স্প্যানিশ লা লিগার ভারতীয় প্রতিনিধিরা।
আজ সোমবার তারা এই সাক্ষাৎ করেন।
সেখানে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুই দেশের মধ্যে ফুটবল উন্নয়ন এবং ভবিষ্যতে কাজ করার সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।
দেশের ক্লাব ফুটবলে একমাত্র বসুন্ধরা কিংসেরই রয়েছে সব ধরনের আধুনিক অবকাঠামো। দক্ষিণ এশিয়ার মধ্যে বসুন্ধরা কিংস প্রথম ক্লাব যাদের ফ্লাড লাইট সহ নিজস্ব স্টেডিয়াম রয়েছে। ইতোমধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়েছে ক্লাবটির। সুদূর স্পেনেও পৌঁছে গেছে কিংসের সেই সাফল্য গাঁথার খবর।