নিজস্ব এআই সহকারী আনল পিনটারেস্ট

0
নিজস্ব এআই সহকারী আনল পিনটারেস্ট

ফটো শেয়ারিং মাধ্যম পিনটারেস্ট তাদের অ্যাপে যুক্ত করেছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার ‘পিনটারেস্ট অ্যাসিস্ট্যান্ট’। এ সহকারী ব্যবহারকারীর রুচি ও পছন্দ বিশ্লেষণ করে পোশাক, ফার্নিচার বা সাজসজ্জার অনুপ্রেরণামূলক পরামর্শ দেবে।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট জানায়, ব্যবহারকারীরা কণ্ঠ নির্দেশনার মাধ্যমে সহকারীকে জানাতে পারবেন তারা কী খুঁজছেন। যেমন : ‘বসার ঘরের সঙ্গে মানানসই বালিশ’। এরপর এআই ব্যবহারকারীর সংরক্ষিত বোর্ড ও পিন বিশ্লেষণ করে উপযুক্ত ফলাফল দেখাবে। ফিচারটির মাল্টিমোডাল সুবিধার মাধ্যমে মাইক্রোফোন আইকন ব্যবহার করে ভয়েস সার্চ করা যাবে।

পিনটারেস্ট জানায়, এটি শুধু পণ্য দেখানোর জন্য নয়, বরং ব্যবহারকারীদের বাস্তব শপিংয়ের মতো অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে। এ ছাড়া নতুন ফিচারের মাল্টিমোডাল দিককে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে পিনটারেস্ট। আজকাল মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮ বছরের ঊর্ধ্ব ব্যবহারকারীদের জন্য বেটা সংস্করণে ফিচারটি চালু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে অন্য অঞ্চলেও এটি উন্মুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here