জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে

0
জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় আসছে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। 

ব্যবসায়ীদের আশঙ্কা, এলডিসি থেকে বের হলে রপ্তানি খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ প্রধান বাজারে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারিয়ে রপ্তানি ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি দল আগামী ১০ থেকে ১৩ নভেম্বর ঢাকা সফর করবে।

প্রতিনিধিদলটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here