অ্যাপল ওয়াচেও হোয়াটসঅ্যাপ!

0
অ্যাপল ওয়াচেও হোয়াটসঅ্যাপ!

অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য আলাদা অ্যাপ চালু করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ঘড়ি থেকেই বার্তা পড়া, পাঠানো, দ্রুত উত্তর দেওয়া এবং ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়া জানাতে পারবেন।

ইন্ডিয়া টুডে জানায়, বর্তমানে আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে এ ফিচার উন্মুক্ত করা হয়েছে। তবে এটি এখনো স্বতন্ত্র অ্যাপ নয়, আইফোনের সঙ্গে সংযুক্ত থাকলেই ঘড়িতে ব্যবহার করা যাবে।

এর আগে অ্যাপল ওয়াচে হোয়াটসঅ্যাপের কোনো আলাদা অ্যাপ ছিল না; শুধু নোটিফিকেশন দেখে উত্তর দেওয়া যেত। নতুন সংস্করণে ব্যবহারকারীরা ঘড়িতে সরাসরি চ্যাট লিস্ট, ছবি, ভিডিও ও ‘ডিসঅ্যাপিয়ারিং’ মেসেজও দেখতে পারবেন।

মেটা জানায়, আইফোনের সঙ্গে ওয়াচ পেয়ার করা থাকলেই হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হবে, আলাদা করে কিউআর কোড স্ক্যানের প্রয়োজন নেই। যদিও ফিচারটি কবে উন্মুক্ত হবে, তা এখনো জানা যায়নি। চলতি বছর মেটা আইপ্যাডেও হোয়াটসঅ্যাপ চালু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here