রাঙামাটিতে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

0
রাঙামাটিতে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রাঙামাটির বিলাইছড়িতে আব্দুর শুক্কুর নামে এক জেলেকে হত্যার দায়ে জমর কান্তি চাকমা (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাঙামাটি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

রাঙামাটি রাষ্ট্র পক্ষের আইনজীবী প্রতিম রায় পাম্পু জানান, ২০২০ সালে ২৮ ফেব্রুয়ারি বিলাইছড়ি উপজেলার সাক্রাছড়ি এলাকায় ধুপশীল ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় রাইখাং খাল পাড়ে বসে জাল সেলাই করছিল স্থানীয় জেলে আব্দুর শুক্কুর। এমন সময় অতর্কিতভাবে হাজির হয় একই এলাকায় অভিযুক্ত যুবক জমর কান্তি চাকমা। তুচ্ছ বিষয় নিয়ে আব্দুর শুক্কুরের সঙ্গে বাক্-বিতণ্ডার এক পর্যায়ে তার জালে আগুন ধরিয়ে দেয় জমর। পরে আব্দুর শুক্কুরকে বুকে পা দিয়ে লাথি মারতে থাকে।

এক পর্যায়ে আব্দুর শুক্কুরের শ্বাস বন্ধ হয়ে গেলে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

গ্রেফতারের পর আসামি জমর কান্তি নিজেই ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here