বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

0

বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই আবু তালেব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪ টার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও স্টান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার কান্দাপাড়া গ্রামের মৃত রেসমত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের বেজগাও বাসস্ট্যান্ডে গাংচিল পরিবহন যাত্রী উঠানোর জন্য হঠাৎ পার্কিং করলে, নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক গাংচিল বাসের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলাই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সড়কের যানচলাচল স্বাভাবিক করে। পরে হাসারা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ও বাইকটি তাদের হেফাজতে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here