বুড়িচংয়ে তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

0
বুড়িচংয়ে তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লার বুড়িচং উপজেলায় কলেজ ছাত্র তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে নিহতের পরিবার, স্বজন ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তারা তুহিন হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যতায় দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে জেলা প্রশাসকের সাথে দেখা করে স্মারকলিপি দেন তারা।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কামাল মিয়ার বাড়ির সামনে থেকে তুহিনকে অপহরণ করে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইতালি প্রবাসী সাইফুল ইসলাম বাবু।

অপহরণের পর সাইফুল ও তার সহযোগিরা তুহিনকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  ২৭ অক্টোবর মারা যান তিনি। 

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে সাইফুল ইসলাম বাবু, তার ছেলে নাফিজ উদ্দিন, জহির, আবদুল আলিমসহ বেশ কয়েকজনের নামে মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here