মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদনের লক্ষ্যে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানী মালেতে হাইকমিশনের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ডি. এম. আতিকুর রহমান। সভায় মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন পেশার ও অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
সভায় সূচনা বক্তব্যে ডি. এম. আতিকুর রহমান প্রবাসীদের জন্য এই কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পরে নির্বাচন কমিশন থেকে আগত টেকনিক্যাল টিমের প্রধান উইং কমান্ডার সাদ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়ার ধাপসমূহ, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসীরা নিবন্ধন প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং নিজেদের মতামত ও পরামর্শ প্রদান করেন। টেকনিক্যাল টিম তাদের সকল প্রশ্নের সন্তোষজনক উত্তর প্রদান করে।
প্রধান অতিথি ড. মো. নাজমুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের নাগরিকের একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ দলিল। এটি শুধু নাগরিক সনাক্তকরণ নয়, ভোটাধিকার প্রয়োগসহ বিভিন্ন নাগরিক সুবিধা গ্রহণের জন্য অপরিহার্য। তিনি প্রবাসী বাংলাদেশিদের এই কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান এবং বলেন, নাগরিক অধিকার ও পরিচয়ের প্রথম ধাপ হলো জাতীয় পরিচয়পত্র।
তিনি আরও আশা প্রকাশ করে বলেন, মালদ্বীপে এই নিবন্ধন কার্যক্রমের ফলে প্রবাসীরা উপকৃত হবেন এবং আগত জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিকরণেও এটি সহায়ক ভূমিকা রাখবে। এ সময় তিনি নির্বাচন কমিশন থেকে আগত কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং প্রবাসীদের মাঝে বিষয়টি প্রচারের আহ্বান জানান।
সভা শেষে কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপি, প্রবাসী অধিকার পরিষদ ও বাংলাদেশ ফোরাম মালদ্বীপের নেতৃবৃন্দসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

