র‌্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ

0
র‌্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে আছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। ২০ ধাপ এগিয়ে তানজিদের র‌্যাংকিং এখন ১৭তম।

বুধবার প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদে ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থান এখন তার দখলে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচে ব্যাটে ঝড় তুলেছিলেন তানজিদ হাসান। সেই ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার মিলল আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে।

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন তানজিদ। শেষ ম্যাচে আরও ঝলমলে ব্যাটিং, ৬২ বলে ৮৯ রান, চারটি ছক্কা ও নয়টি চারে সাজানো ক্যারিয়ার সেরা ইনিংস।

বোলারদের তালিকাতেও সুখবর আছে বাংলাদেশের জন্য। ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ১৭তম স্থানে উঠেছেন শেখ মেহেদি হাসান। তিন ধাপ উন্নতি করে ৩৪তম স্থানে আছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

দুই ম্যাচে ৫ উইকেট নেওয়া রিশাদ হোসেন দুই ধাপ নেমে ২৬তম স্থানে, এক ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নাসুম আহমেদ। বাংলাদেশের মধ্যে বোলারদের র‌্যাংকিংয়ে এখনো সবার ওপরে মুস্তাফিজুর রহমান, যদিও এক ধাপ পিছিয়ে ১২তম স্থানে নেমেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here