চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং দেশটিতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছেন। জি সেভেন সম্মেলনে চীন বিরোধী ইস্যুতে তোলায় এই সিদ্ধান্ত নিয়েছে বেইজিং।
জাপানের হিরোশিমায় জি সেভেন সম্মেলনে অংশ নেওয়া ধনী সাত দেশের রাষ্ট্র প্রধানরা দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জি সেভেন সম্মেলনকে ‘চিন বিরোধী ওয়ার্কশপ’ বলে আখ্যা দিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জি সেভেনের এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছে। তারই অংশ হিসেবে প্রতিবাদ জানাতে জাপানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
সূত্র: আল জাজিরা