বাগেরহাটে ব্যবসায়ী ও গৃহবধূর মরদেহ উদ্ধার

0
বাগেরহাটে ব্যবসায়ী ও গৃহবধূর মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মুজিবুর রহমান শেখ (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে মোড়লডাঙ্গা এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত মুজিবুর মাড়লডাঙ্গা গ্রামের গোলাপ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে মুজিবুর রহমান শেখকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। আজ সকালে স্থানীয়রা বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মুজিবুর রহমানের মরদেহ দেখতে পান।

পরে জাতীয় জরুরি নম্বর ৯৯৯ নম্বরে এ কল দেয় তারা। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই জেল্লাল শেখ জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এদিকে মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার রনবিজয়পুর গ্রামে সাদিয়া আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সাদিয়া তিন বছর ধরে স্বামীর সাথে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনার পর থেকে স্বামী পারভেজ পলাতক রয়েছে।

জানতে চাইলে বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার হওয়া দুটি মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here