কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

0

কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে দেশটির রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩২ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী।

তিন দিনের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় কাতার ইকোনোমিক ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করবেন।

এর আগে ঢাকার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

সফর শেষে ২৪ মে রাতে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ মে ভোরে ঢাকায় পৌঁছাবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here