যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

0
যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

যশোরে অর্ধকোটি টাকারও বেশি মূল্যের স্বর্ণসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উদ্ধার হওয়া তিনটি স্বর্ণের বারের মোট ওজন ৩১৯.৪৮ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তির নাম ওসমান গণি (৩০)। তিনি যশোর সদর উপজেলার মোল্লাপাড়া বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।

বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাতটার দিকে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে ওসমান গণিকে আটক করে। এ সময় তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিনটি স্বর্ণের বার পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গণি জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছিলেন।

আটক ওসমান গণির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here