যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে আগুন লেগে দুইজন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালিতে একটি বাড়িতে আগুন লেগে হতাহতের এই ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে রবিবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
তিনি বলেন, ‘বিল্ডিংটিতে প্রবেশের জন্য অসংখ্য প্রচেষ্টা চালানো হলেও পরিস্থিতি ভালো ছিল না এবং যার কারণে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি।’
কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও তারা ভেতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করতে পারেনি। পরে নিহতদের মৃতদেহ বাড়ির বিভিন্ন তলায় পাওয়া যায়; নিহত তিনজনকে বাড়ির দ্বিতীয় তলায় এবং দু’জনকে প্রথম তলায় পাওয়া যায়।