চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় এখন ডাউম্যান

0
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় এখন ডাউম্যান

চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেই নতুন ইতিহাস রচনা করলেন আর্সেনালের প্রতিভাবান তরুণ মিডফিল্ডার ম্যাক্স ডাউম্যান। মাত্র ১৫ বছর ৩০৮ দিন বয়সে মাঠে নেমে তিনি হয়ে গেলেন প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে স্লাভিয়া প্রাহার মাঠে অনুষ্ঠিত ম্যাচে আর্সেনাল যখন ৩-০ গোলে এগিয়ে, তখনই কোচ মিকেল আর্তেতা বদলি হিসেবে নামান ডাউম্যানকে। ম্যাচের ৭২তম মিনিটে ত্রোসারের বদলি হয়ে মাঠে নামেন এই ইংলিশ মিডফিল্ডার। মাঠে পা রাখার সঙ্গে সঙ্গেই তিনি ভেঙে দেন জার্মান ফরোয়ার্ড ইউসুফা মুকোকোর রেকর্ড, তিনি ২০২০ সালে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ১৬ বছর ১৮ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে আত্মপ্রকাশ করেছিলেন।

এর আগেও ক্লাব ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন ডাউম্যান। গত ২৯ অক্টোবর লিগ কাপে ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শুরুর একাদশে খেলার কৃতিত্ব গড়েছিলেন তিনি। পাশাপাশি, প্রিমিয়ার লিগের ইতিহাসেও দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম তুলেছেন এই তরুণ প্রতিভা।

এদিকে, স্লাভিয়া প্রাহার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ ব্যবধানে জয় পায় আর্সেনাল। দলের হয়ে দুটি গোল করেন মারিনো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here