কসবা রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান

0
কসবা রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি রোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৫ নভেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির, রেলওয়ে স্টেশনমাস্টার মো. শফিকুর রহমান ও কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন। 

অভিযান চলাকালে স্টেশনের টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্ম এলাকায় সন্দেহভাজন দালাল চক্রের গতিবিধি নজরদারি করা হয়। এ সময় অবৈধভাবে দালাল চক্রের কাছ থেকে টিকিট ক্রয়ের অভিযোগে বেশ কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাশাশি দালাল চক্রের কাছ থেকে টিকিট না কেনার বিষয়ে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়। যাত্রীদের সচেতন করতে মাইকিং করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় টিকিট কালোবাজারিতে জড়িতরা।

ইউএনও মো. ছামিউল ইসলাম বলেন, কালোবাজারির কারণে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। প্রশাসন এমন অবৈধ কার্যক্রম বরদাশত করবে না। যারাই টিকিট দালালি ও অতিরিক্ত দামে বিক্রয়ের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সব যাত্রীকে নিজস্ব এনআইডি দিয়ে টিকিট কেটে ট্রেনে যাতায়াত করতে হবে।

অভিযানের সময় স্থানীয় যাত্রীদের অনেকেই বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত হলে টিকিট পাওয়া সহজ হবে এবং দালালদের দৌরাত্ম্য কমে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here