মণিপুরে বন্দুকযুদ্ধে চার বিদ্রোহী নিহত

0
মণিপুরে বন্দুকযুদ্ধে চার বিদ্রোহী নিহত

ভারতের মণিপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চার বিদ্রোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়। নিহতরা সবাই ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির সদস্য বলে দাবি করছে স্থানীয় পুলিশ।

পুলিশের দাবি, গোপন সূত্রে বাহিনীর কাছে খবর আসে খাঁপি নামে একটি গ্রামে ইউকেএনএ-র একদল বিদ্রোহী আশ্রয় নিয়েছে। সেই খবর পেয়েই নিরাপত্তাবাহিনী ওই গ্রামকে ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে।

পুলিশের দাবি, চূড়াচান্দপুর থেকে ৮০ কিলোমিটার দূরে খাঁপি গ্রামে মঙ্গলবার ভোর থেকে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তাবাহিনীর। এসময়  ১৭ বিচ্ছিন্নতাবাদী আশ্রয় নিয়েছিল গ্রামে। বাহিনীর অভিযানে এক বিদ্রোহী ধরা পড়েছে। চার বিদ্রোহী নিহত হয়েছে। বাকিরা পালিয়েছে। পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আসাম রাইফেলস এবং পুলিশের যৌথবাহিনী।

চূড়াচান্দপুরের হেংলেপ গ্রামে গত মার্চে ইউকেএনএ-র বড় একটি শিবির গুঁড়িয়ে দিয়েছিল আসাম রাইফেলস। গ্রামের অদূরে একটি জঙ্গলে বিদ্রোহীরা আস্তানা তৈরি করেছিল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here