কুমিল্লার লাকসামে আন্তঃজেলা মলমপার্টির সাত সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সোমবার লাকসাম থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।
সহকারী পুলিশ সুপার মো. আশফাক জানান, ‘বিভিন্ন আভিযোগের ভিত্তিতে আমরা লাকসামের বিভিন্ন স্থানে চোর এবং মলমপার্টি চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। অভিযানে মলমপার্টি চক্রের মূল হোতা শাহজাহানসহ চক্রের সাত সদস্যকে লাকসামের বিজরা বাজার এলাকা থেকে আটক করতে সক্ষম হই। এ সময় তাদের কাছ থেকে তিনটি আটোমিশুক ও বিপুল পরিমাণ আটো মিশুককের ব্যাটারি, চোরাই মোবাইল উদ্ধার করি। আসামিরা বিভিন্ন ছল-চাতুরির মাধ্যমে মানুষকে অজ্ঞান করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এই বিষয়ে দীর্ঘদিন ধরেই পুলিশ নজরদারি করে আসছিল।’