অমিতাভকে ‘আই হেট ইউ’ বলতে গিয়ে যে অবস্থা হয়েছিল রেখার

0
অমিতাভকে ‘আই হেট ইউ’ বলতে গিয়ে যে অবস্থা হয়েছিল রেখার

রেখা আর অমিতাভ বচ্চনের প্রেমের গল্প বলিউডে হট টপিক। আজও যখনই অমিতাভ ও জয়া বচ্চনের দাম্পত্য নিয়ে কথা ওঠে, রেখার প্রসঙ্গ চলে আসে। রেখা যে নিশ্চুপে অমিতাভকে এখনো ভালবাসেন, তা নানা ফিল্মি পার্টিতে স্পষ্ট হয়ে ওঠে রেখার চোখে মুখে। সেই রেখাই একদিন ঘর ভর্তি লোকের সামনে অমিতাভকে বলে উঠেছিলেন, ‘আই হেট ইউ’!

সময়টা আশির দশকের। সিলসিলা সিনেমার শুটিং করছিলেন অমিতাভ ও রেখা। যশ চোপড়া পরিচালিত সিনেমাটি সেই সময় ঝড় তুলেছিল। ফিল্ম সমালোচকরা বলে থাকেন, অমিতাভ ও রেখার ব্যক্তিগত সম্পর্ক ও টানাপেড়েনকেই যেন সিলসিলায় তুলে ধরেছিলেন যশ চোপড়া। আর চিত্রনাট্য এতটাই বাস্তব ছিল যে, সিনেমার শুটিংয়ের সময় আবেগ ধরে রাখতে পারেননি রেখা। আর তার প্রমাণ একটি দৃশ্যের শুটিং।

সিনেমার গল্প অনুযায়ী, সিলসিলার একটি দৃশ্যে নিজেদের পরকীয়া সম্পর্কের টানাপেড়েন নিয়ে কথা বলছেন অমিতাভ। আর তা শুনেই রেখাকে বলতে হবে ‘আই হেট ইউ’ সংলাপ। অমিতাভকে এ কথা বলতে গিয়ে, বার বার হোচট খাচ্ছিলেন রেখা। কিছুতেই আবেগ ধরে রাখতে পারছিলেন না। রেখার চোখের কোল বেয়ে ঝরে পড়েছিল জল। কীভাবে এমন কথা বলবেন প্রাণের অমিতকে?

রেখা পারলেন না। বরং সংলাপ না বলেই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে অমিতাভকে জড়িয়ে ধরলেন রেখা। সেদিন ঘর ভর্তি লোকের মাঝে রেখাকে দূরে ঠেলে দেননি অমিতাভ। বরং বুকের মাঝে জাপটে ধরে রেখেছিলেন। নিজের হাতে মুছিয়ে দিয়েছিলেন চোখের জল। সিনেমার প্রেম যেন সেদিন বাস্তবের আয়নার রূপ নিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here