ইউক্রেনের শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিতে কয়েক মাস ধরে লড়াই করছিল রুশ সমর্থিত সশস্ত্র বাহিনী ওয়াগনার। সম্প্রতি শহরটিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।
ওয়াগনার বস জানিয়েছেন, শহরটির ভার রাশিয়ার সেনাদের কাছে হস্তান্তর করে তার বাহিনী ২৫ মে থেকে পহেলা জুনের মধ্যে বাখমুত ত্যাগ করবে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বাখমুতকে সোভিয়েত আমলের নামে সম্বোধন করে বলেছে, আরতেমোভস্ক শহরটি এখন পুরোপুরি স্বাধীন। এই জন্য তারা ওয়াগনার বাহিনীকেও কৃতিত্ব দিয়েছে।
সূত্র: আল জাজিরা