শেখ হাসিনাকে হত‍্যার হুমকির প্রতিবাদে কানাডায় প্রতিবাদ সভা

0

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে কানাডায় টরেন্টোতে বসবাসরত আওয়ামী লীগ নেতৃবৃন্দ এক প্রতিবাদ সভার আয়োজন করে। 

স্থানীয় সময় রবিবার (২১ মে) আয়োজিত ওই প্রতিবাদ সভায় রাজশাহী জেলা বিএনপির নেতা আবু সাইদ চাঁদকে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। বক্তারা বলেন, কাদের নির্দেশে এ ধরনের ধৃষ্টতামুলক বক্তব্য দিয়েছেন তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। 

প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন সাবেক ভিপি বাকসু ও অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল করিম, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুশফাকুর রহমান আকন্দ, নির্বাহী সদস‍্য ইঞ্জিনিয়ার আনোয়ার আলম কামাল, এস বি আব্দুল হামিদ, কানাডা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক করিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ূন কবির, সহসভাপতি এ এম তোহাা  প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here