গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২

0
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২

গ্রিসের ক্রিট দ্বীপে বন্দুকধারীর গুলিতে অন্তত দু’জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাটি পারিবারিক প্রতিহিংসার কারণে ঘটে থাকতে পারে।

অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, ইরাক্লিও থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভোরিজিয়া গ্রামে বন্দুকধারীর গুলির ঘটনায় ৫০ বছর বয়সি এক নারীসহ কমপক্ষে দু’জন নিহত হয়েছে।

এএনএ আরো জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে। সংবাদ সংস্থাটি আরও জানায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে একটি নির্মাণাধীন বাড়িতে বিস্ফোরক হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানিয়েছে, আহতদের উদ্ধার করতে সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে এলাকা নিরাপদ করে তোলে, যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে। 

ক্রিট দ্বীপে অবৈধ অস্ত্রধারণ ব্যাপকভাবে প্রচলিত এবং পারিবারিক প্রতিশোধমূলক সহিংসতা প্রায়শই ঘটে থাকে।

গত রবিবারও ক্রিট দ্বীপের পশ্চিমাঞ্চলের  একটি গ্রামীণ উৎসবে ২৩ বছর বয়সি এক যুবক, ৫২ বছর বয়সি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here