কেনিয়ায় ভূমিধস, প্রাণ হারাল ১৩ জন

0
কেনিয়ায় ভূমিধস, প্রাণ হারাল ১৩ জন

কেনিয়ার পশ্চিমাঞ্চলের রিফট ভ্যালি এলাকায় ভয়াবহ ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। টানা ভারি বৃষ্টিপাতের কারণে শনিবার (১ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির পুলিশ কমান্ডার পিটার মুলিঞ্জে জানান, এখন পর্যন্ত ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এক বিবৃতিতে বলেন, উদ্ধার তৎপরতা জোরদারে সেনাবাহিনী ও পুলিশের হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও রেড ক্রস সদস্যরাও সহায়তা করছে।

সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়ায় ভূমিধস ও বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে আগের চেয়ে অনেক বেশি ও তীব্র প্রাকৃতিক দুর্যোগ ঘটছে।

এর আগে গত বছর মধ্য কেনিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছিল। এবারের ধসের পর দেশজুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন।

এদিকে প্রতিবেশী দেশ উগান্ডার পূর্বাঞ্চলেও গত সপ্তাহে ভূমিধসে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে উগান্ডা রেড ক্রস।

সূত্র: রয়টার্স, এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here