বাংলাদেশি বংশোদ্ভূত আরাফাত ভূঁইয়া ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন। শুক্রবার (১৯ মে) কেন্টের হয়ে অভিষেক হয় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পাঁচড়া গ্রামের আরাফাতের। এর আগে, গত বুধবার কেন্টের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি সারেন ২৬ বছর বয়সী আরাফাত।
অভিষেকেই একপ্রকার বাজিমাত করেছেন ২৬ বছর বয়সী এ পেসার। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২ রান করেন তিনি। তবে তার দল কেন্ট প্রথম ইনিংসে মাত্র ২৭৮ রানেই গুটিয়ে যায়। পরে বল হাতে ৬৫ রান খরচায় ৪ উইকেট নেন ডানহাতি এই ফাস্ট মিডিয়াম পেসার। আর ৩৬২ রানে অলআউট হয় সারে।
অভিষেক ম্যাচে ৪ উইকেট শিকার নিয়ে আরাফাত কথাও বলেছেন দিন শেষে। বাংলাদেশের এ তরুণ ক্রিকেটার বলেন, সব সময় একটা কথা আমার মনে থাকে যে, এখানে আমি ভালো করতে এসেছি। অভিষেক ইনিংসে ৪ উইকেট পেয়ে আমি দারুণ খুশি, আমি যেন উড়ছি।
আরাফাত ভূঁইয়া বাংলাদেশের কুমিল্লার ছেলে। ১৪ বছর বয়সে যুক্তরাজ্যে পাড়ি দেন তিনি। বর্তমানে পূর্ব লন্ডনে বসবাস করা এই পেসারের যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে। কেন্টের হয়ে পেশাদার চুক্তি করার আগে দীর্ঘ দিন দলটির দ্বিতীয় একাদশে খেলেছেন তিনি।