ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার জোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার রাতে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে বিএনপির এই নেতা বলেন, সরকার পতনের সম্ভাবনা দেখে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তাই দেশব্যাপী শুরু করেছে গায়েবি মামলা ও গ্রেফতারের হিড়িক।