জনপ্রিয় অভিনেত্রী পরীমণির অভিনীত সিনেমা ‘মা’ কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্মে’ শনিবার প্রিমিয়ার হয়েছে। আর দেশের প্রেক্ষাগৃহে কয়েকদিন পর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। মুক্তি আগে পরিচালকের কাছে বিশেষ আবদার করেছেন অভিনেত্রী।
পরী বলেন, সিনেমাটির প্রথম শো দেখার সময় পর্দার সেই ছোট্ট ছেলেটিও তার সঙ্গে চাই। নিজের ছোট্ট সন্তান রাজ্যসহ দুই ছেলে নিয়ে সিনেমাটি দেখতে চান তিনি। রবিবার সকালে পর্দার সেই ছোট্ট ছেলেটির সঙ্গে নিজের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে পরিচালকের কাছে এমন আবদার জানালেন অভিনেত্রী।
আগামী ২৬ মে মুক্তি পেতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’। এতে পরীমণি ছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য চৌধুরী ও শাহাদাত হোসেনসহ অনেকে।