নতুন চুক্তির পর মায়ামিতে কত বেতন পাবেন মেসি

0
নতুন চুক্তির পর মায়ামিতে কত বেতন পাবেন মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৫ মৌসুম শেষেই ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির। তবে তার আগেই নতুন করে এই আরও তিন বছরের জন্য চুক্তি করেছেন এই সুপারস্টার। 

এবারও যথারীতি সর্বোচ্চ বার্ষিক বেতন পাবেন মেসি। বেসিক বেতন ও সাইনিং বোনাস হিসেবে তিনি বছরে পাবেন ২০.৪৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যা ২৫০ কোটি ৪৩ লাখ টাকারও বেশি। 

২০২৫ সালে এমএলএসে খেলা ফুটবলারদের বার্ষিক বেতনের তালিকা প্রকাশ করেছে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ)। যেখানে টটেনহ্যাম ছেড়ে লস অ্যাঞ্জেলস এফসিতে নাম লেখানো দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন আছেন দুই নম্বরে। তার বেতন ১১.১৫ মিলিয়ন ডলার বা ১৩৬ কোটি ৫৪ লাখ ৩৭ হাজার টাকা। শীর্ষ তিনের ভেতর দুজনই ইন্টার মায়ামির, মেসি বাদে আরেকজন সার্জিও বুসকেটস (তিনে)। তার বেতন ৮.৭৮ মিলিয়ন ডলার বা ১০৭ কোটি ৫২ লাখ ৬ হাজার টাকা।

স্প্যানিশ কিংবদন্তি বুসকেটস চলতি মৌসুম শেষেই অবসরের ঘোষণা দিয়েছেন। মায়ামির হয়ে খেলা স্পেন ও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জর্দি আলবাও আছেন শীর্ষ দশে। তিনিও এমএলএসের মৌসুম শেষ হলে পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন। তবে শীর্ষ দশে নেই অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে মায়ামিতে নাম লেখানো আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। পারিশ্রমিকের হিসাবে শীর্ষ পাঁচে থাকা বাকি দুজন হলেন আটলান্টা ইউনাইটেডের মিগুয়েল আলমিরন ও সান দিয়েগো এফসির হার্ভিং লোজানো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here