বুন্ডেসলিগার ম্যাচে আগের দিন হেরে বরুশিয়া ডর্টমুন্ডের শিরোপা জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেয় বায়ার্ন মিউনিখ। এবার আউক্সবুর্ককে হারিয়ে বুন্ডেসলিগা শিরোপার আরও কাছে নিজেদের নিয়ে গেছে ডর্টমুন্ড।
অ্যাওয়ে ম্যাচে ১০ জনের আউক্সবুর্ককে ৩-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ড।
৩৩ ম্যাচে ২২ জয় আর ৪ ড্রয়। ৭০ পয়েন্ট নিয়ে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে ডর্টমুন্ড। শেষ রাউন্ডে আগামী শনিবার মাইন্সের বিপক্ষে ঘরের মাঠে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা।
একই দিন একই সময়ে মাঠে নামবে বায়ার্নও, কোলনের মাঠে। টানা ১০ বারের চ্যাম্পিয়নদের সেদিন জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে বরুশিয়া যেন পয়েন্ট হারায়।