লালিগার শিরোপা খোয়ানোর পর আরও একটা অঘটনের শিকার হল মাদ্রিদ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ভালেন্সিয়ার বিপক্ষে হেরে বসেছে তারা। পুরো ম্যাচে জুড়েই নিজেদের ছায়ায় আটকে থাকলেন করিম বেনজেমা, ভিনিসুয়াস জুনিয়র।
সাথে যোগ করা সময়ে মেজাজ হারানোর খেসারত দিতে হয়েছে ভিনিকে। দেখেছেন লাল কার্ড। বিপরীতে দারুণ ফুটবল খেলে তিন পয়েন্ট নিজেদের করে নিয়েছে অবনমনের শঙ্কায় থাকা ভালেন্সিয়া।
ম্যাচে কয়েকবার দুই দলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলা বন্ধও থাকে কিছুটা সময়। ম্যাচটির স্থায়িত্ব ছিল ১০৭ মিনিট।
লিগে এই নিয়ে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচ হেরেছে রিয়াল। এবারের হারে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ফেরার সুযোগও হারাল তারা।
৩৫ ম্যাচে ২২ জয়, ৫ ড্র ও ৮ হারে ৭১ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ। দিনের প্রথম ম্যাচে ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে ৭২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওঠে আতলেতিকো মাদ্রিদ। আগেই শিরোপা জেতা বার্সেলোনার ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট।