‘কৃষক সমাজ আবারও সরকারকে ক্ষমতায় বসাবে’

0

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেছেন, বাংলার কৃষক সমাজ আবারও ভোট দিয়ে কৃষিবান্ধব শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় বসাবে। কারণ এই সরকার কৃষি বান্ধব সরকার। 

তিনি বলেন, বিএনপির আমলে কৃষি, বীজ ও সার সহ বিভিন্ন জিনিসের দাম অতিরিক্ত ছিল। কৃষকরা ক্ষতিগ্রস্থ হতো। আর শেখ হাসিনা সরকার কৃষির সার, বীজ সহ নানান উপকরণে দাম কমিয়ে দিয়ে কৃষকদের সহযোগিতায় কাজ করে যাচ্ছেন। তাই বাংলার কৃষক সমাজ আবারও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কৃষিবান্ধব সরকারকেই ক্ষমতায় আনবে। 

এ সময় আরও বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কেন্দ্রীয় কৃষক লীগের নেতা মোস্তফা কামাল চৌধুরী, আসাদুজ্জামান বিপ্লব, হিজবুল বাহার রানা, রেজাউল করিম রেজা, মোশারফ হোসেন আলমগীর, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমাস খান ও জেলা সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here