বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা করেছে মেট্রোপলিটন পুলিশ। রবিবার ১১টায় মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিটি করপোরেশন উপলক্ষে সকলের পারস্পরিক সহযোগিতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। জনসাধারণ যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিস্টদের প্রতি আহবান জানান তিনি।