মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে আইওএমের সংবাদ সম্মেলন

0
মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে আইওএমের সংবাদ সম্মেলন

মাদারীপুরে নিরাপদ অভিবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সিনেমা আঙ্গিনা প্রকল্প বিষয় সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে মাদারীপুর জেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন আইওএম এর কর্মকর্তারা জানান, নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সম্ভাব্য অভিবাসীদের ক্ষমতায়নে সিনেমা আঙ্গিনা নামে একটি প্রকল্প বাংলাদেশে যাত্রা শুরু করেছে। 

এই প্রকল্পটি নিরাপদ অভিবাসনকে উৎসাহিত করতে ও অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভিবাসন প্রত্যাশী যুব সমাজকে মানব পাচার ও চোরাচালানের হাত থেকে রক্ষা করতে কাজ করবে।

ইতালি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আইওএম বাংলাদেশ এবছর থেকে বাংলাদেশে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে।

এসময় উপস্থিত ছিলেন (আইওএম) এর সিনেমা আঙ্গিনা প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েট ও প্রোগ্রাম ফোকাল অমল বিশ্বাস,বাংলাদেশ আইওএম এর সিনিয়র মিডিয়া এন্ড কমিউনিকেশন এসোসিয়েট তারেক মাহমুদ, রাইর্টশের ডিরেক্টর প্রোগ্রাম আজাহারুল ইসলাম, রাইর্টশের ডিরেক্টর প্রোগ্রাম প্রদিপ দত্ত। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here