বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আইইউবিএটিতে সচেতনতা কর্মশালা

0
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আইইউবিএটিতে সচেতনতা কর্মশালা

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজ (আইইউবিএটি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা কার্যক্রম ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ এবং অধ্যাপক মাহমুদা খানম হেলথ কেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কজনিত মানসিক চাপ, আবেগ নিয়ন্ত্রণ ও সুস্থ সম্পর্ক গড়ে তোলার কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 

একই দিন বিকেলে অনুষ্ঠিত রিলস প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান এবং মানসিক সুস্থতা বজায় রাখতে পারস্পরিক সহায়তা ও ইতিবাচক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here