‘বিনোদিনী রাই’ খ্যাত শিল্পী সাব্বির নাসিরের নতুন গান

0

‘বিনোদিনী রাই’ খ্যাত শিল্পী সাব্বির নাসিরের নতুন গান প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় প্রকাশ হওয়া গানের শিরোনাম ‘নাইয়া’। গানের কথা ও সুর করেছেন মেহেদী হাসান তামজীদ, মিক্স-মাস্টারিং করেছেন সালমান জাইম। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক ও তার প্রোডাকশন হাউজ প্রেক্ষাগৃহ। 

মেহেদী হাসান তামজীদ বলেন, এই গানটি মূলত প্রবাসীদের নিয়ে লেখা। করোনার সময়ে দেখেছি, অনেক কষ্ট করে টাকা আয় করলেও অনেকে টাকা-পয়সা দেশে পাঠিয়ে সুখের মুখ দেখতে পান না। অনেক সময় বাবা-মাকেও শেষ সময়ে দেখতে দেশে আসতে পারেন না। গানটি লেখার পর মনে হয়েছে, সাব্বির ভাইকে দিয়ে করালে ভালো হবে। এরপর একসাথে কাজ করা। আশা করি, গানটি সবার ভালাে লাগবে। 

গানটি নিয়ে গায়ক সাব্বির নাসির বলেন, নাইয়া অসাধারণ একটি সৃষ্টি। তামজিদের ফিচারিং ও সালমানের মিক্সিং। আমার এ যাবতকাল গাওয়া সব গানের মাঝ থেকে নিশ্চিতভাবে ভিন্ন মাত্রার গায়কী দিতে পেরেছি বলে মনে হয়েছে। বাকিটা শ্রোতাদের ওপর। অনেকেই বলেছেন কান্না পেয়েছে বুকের গভীর থেকে গানটি শুনে। অশ্রু আত্মার স্নানের জল। আসুক অশ্রু বানের মত – এ কামনা রইল। গানের লিংক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here