ফারুকের শূন্য আসনে ‘যারা ফায়দা লুটতে চাচ্ছেন, গুলশান তাদের চায় না’

0

সদ্যপ্রয়াত অভিনেতা ফারুক ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। অভিনেতার মৃত্যুতে এই আসনের সংসদীয় আসন শূন্য হয়েছে। ফলে ফারুকের স্থলে অনেকেই তৎপরতা শুরু করেছেন। এরই মধ্যে শোবিজ জগৎ থেকে এই আসনে অনেক তারকার নাম প্রস্তাবনা আকারে আসছে। যদিও এই আসনে নির্বাচন করতে চেয়েছিলেন অভিনেতা সিদ্দিক। এর মধ্যে ওমর সানী প্রস্তাব করেছেন অভিনেতা ফেরদৌসের নাম। আবার চিত্রনায়িকা অঞ্জনা প্রস্তাব করেছেন জনপ্রিয় অভিনেতা আলমগীরের নাম। তবে এসব বিষয়ে একেবারে ভিন্নমত প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ।

তিনি এক পোস্টে জানান, সদ্যপ্রয়াত নায়কের ইমোশন ব্যবহার করে নির্বাচনী ফায়দা নিতে চাইছেন অনেকেই। রবিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাপ্পারাজ বলেন, ‘ঢাকা উত্তরের যারা মেয়র হয়ে আসেন, তারা এতটাই এফিসিয়েন্ট যে, কোনো কাজ অসমাপ্ত রাখেন না, যেটা এসে কোনো এমপি সাহেবকে সমাপ্ত করতে হবে। একজন মৃত মানুষের ইমোশনকে ক্যাশ করে যারা ফায়দা লুটতে চাচ্ছেন, তারা অফ যেতে পারেন, গুলশান আপনাদেরকে চায় না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here